Type Here to Get Search Results !

জুলাই মঞ্চ সিলেট জেলার আহবায়ক তোফায়েল ও মুখপাত্র রুহুল আমিন জগলু

ডেস্ক রিপোর্ট


আজ শুক্রবার (২৩ মে) বাদ জুমা নগরীর বন্দর বাজারে জুলাই মঞ্চ সিলেট জেলা শাখার পক্ষ থেকে  ১৪ দলীয় জোটের দলগুলোর নিবন্ধন বাতিল এবং প্রশাসনে লুকিয়ে থাকা খুনী ও ফ্যাসিবাদী আমলাদের উৎখাতের দাবিতে মানববন্ধন ও সিলেট জেলা কমিটির আত্মাপ্রকাশ হয়েছে। 


জুলাই মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক জনাব জোবায়ের আহমেদ তোফায়েল এর সভাপতিত্বে এবং তথ্যচিএ ধারণ প্রতিনিধি শামসুজ্জামান মাহবুব এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই মঞ্চ সিলেট জেলা শাখার মুখপাত্র রুহুল আমিন জগলু, মূখ্য প্রতিনিধি এস এম আমিরুল ইসলাম, মূখ্য সমন্বয়ক হারুন অর রশীদ, মূখ্য সংগঠক সাহেদ আহমেদ ছামী এবং দপ্তর ও নিবন্ধন ব্যবস্থাপক আলী আহমেদ তাজ এছাড়াও জেলা শাখার বিভিন্ন নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


 

মানববন্ধন শেষে জুলাই মঞ্চ সিলেট জেলা কমিটির আত্মাপ্রকাশ ঘটে কমিটি ঘোষণা করেন জুলাই মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক জনাব জোবায়ের আহমেদ তোফায়েল। 


জুলাই মঞ্চ কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব আরিফুল ইসলাম তালুকদার ও মুখপাত্র সাকিব হোসেন এর স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


আহবায়ক হিসেবে নির্বাচিত হন জনাব জোবায়ের আহমেদ তোফায়েল এবং মুখপাত্র হিসেবে নির্বাচিত হন জনাব রুহুল আমিন জগলু।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ