আনুরুজ্জামান চৌধুরীকে এখন ফোন দেন ইমদাদ হোসেন চৌধুরী কে




স্টাফ রিপোর্ট:- মহানগর বিএনপির সেক্রেটারি ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে ফোন দিলেন সিসিকের পলাতক মেয়র ইউকে অবস্থানরত আওয়ামীলীগেরব বর্তমান মুখপাত্র আনোয়ারুজ্জামান চৌধুরী l

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে সিলেটে চেম্বার নেতৃবৃন্দের
সাথে মিটিং চলছিল l এমন সময় মাগরিবের নামাজের বিরতি হওয়ায় এমদাদ হোসেন চৌধুরী
তার ব্যক্তিগত সেলফোনটি টেবিলে রেখে নামাজে চলে যায় l কিছুক্ষন পরই এমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে রিং বেজে উঠে l ডিসপ্লেতে স্পষ্ঠ করে লেখা উঠে আনোয়ারুজ্জামান ইউকে !

মিটিং এ থাকা অন্যরা দ্রুত বিষয়টি ক্যামেরাবন্দি করে l
এই নিয়ে জাস্ট সিলেটের পক্ষ থেকে ইমদাদ হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথম অস্বীকার করেন l

পরে আবার ফোন ব্যাক ব্যাক করে তিনি আনোয়ারুজ্জামান চৌধুরীর ফোন পাওয়ার কথাটি স্বীকার করেন l

এবং তিনি বলেন আমি কললিস্ট চেক করে দেখেছি ফোন এসেছে l তবে আমার সাথে কথা হয়নি l
এদিকেই এই ঘটনা সিলেটে বিএনপি নেতৃবৃন্দ জেনে গেলে তোলপাড় শুরু হয় l

অনেকেই বলছে এই ধরনের আঁতাতের রাজনীতি চলতে থাকলে সিলেট বিএনপি ধ্বংস হয়ে যাবে l

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন
পতিত স্বৈরাচার হাসিনার মুখপাত্র আনোয়ার , তার সাথে যদি বিএনপি নেতা ইমদাদের নিয়মিত কথা তাহলে এটা আমাদের জন্য লজ্জার l
আনোয়ার অসংখ্য মামলার আসামি l তার শাস্তি
নিশ্চিত না  করে তার সাথে আঁতাত করা ফোনে কথা বলে এটা দলের জন্য আত্মঘাতী !