Type Here to Get Search Results !

পরোপকারী হাজী এম. রফিকুল আলম'র মৃত্যুতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটের শোক

ডেস্ক রিপোর্ট

অসাম্প্রদায়িক চেতনার সাদা মনের পরোপকারী একজন মানুষ,চট্টগ্রামের জন্মজাত কৃতি সন্তান, ব্যবসাসূত্রে পুণ্যভূমি সিলেটে বসবাসরত সিলেট সিটি সুপার মার্কেটের বাবলা এন্ড ব্রাদার্স এর প্রোপ্রাইটর হাজী এম. রফিকুল আলম। রবিবার ১ জুন ঢাকার ইউনাইটেড হসপিটাল লিমিটেডে বিকাল ৪ ঘটিকায় মৃত্যু বরণ করেন।


সোমবার ২ জুন বাদে জোহর সিলেট হযরত শাহজালাল মাজার প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং তাঁকে মাজার প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত করা হয়। 


বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল বিনম্র শ্রদ্ধায় গভীর শোক প্রকাশ সহ শ্রদ্ধা নিবেদন করেন। এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


আমরা উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পরম করুণাময় তাঁকে জান্নাতুল ফেরদৌস করুন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অনেক জ্ঞাতি পরিজন রেখে যান।


About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ