Type Here to Get Search Results !

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থী

Abdul Jabbar



পাবনার সাঁথিয়ায় করিমণ (শ্যালোইঞ্জিন চালিত) চাপায় প্রাণ গেল নুসরাত জাহান (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থী আতাইকুলা কলেজিয়েট হাইস্কুল এন্ড কিন্ডার গার্ডেনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং মাধপুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। 
শনিবার(২৮জুন)সকাল ১০টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে নুসরাত তার স্কুলে প্রাইভেট পড়তে যায়। এসময় সড়ক পাড় হওয়ার সময় আতাইকুলা বাজার থেকে ছেড়ে আসা সুতা বোঝাই একটি করিম তাকে চাপা দেয়। করিমণটি তার মাথার ওপড় দিয়ে উঠে পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 এম এ হাই সাঁথিয়া প্রতিনিধিImage

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ