Type Here to Get Search Results !

বাজেটে সিগারেট থেকে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা রাজস্ব হাতছাড়া

FOKRUL HASAN SUROB

নাগরিক ভিউ ডেস্ক রিপোর্ট  

এবারের জাতীয় বাজেটে সিগারেটের দাম ও করহার অপরিবর্তিত রাখা হয়েছে, যার ফলে সরকার প্রতিবছর সম্ভাব্য প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।  


সিগারেটের কর কাঠামো পুনর্বিন্যাস ও কার্যকর শুল্ক আরোপ করলে এই বিপুল রাজস্ব অর্জন সম্ভব হতো। এবারের বাজেট—  

- জনস্বাস্থ্য সুরক্ষার সুযোগ হারিয়েছে,  

- তামাক ব্যবহার নিরুৎসাহিত হয়নি,  

- সরকার রাজস্ব হারিয়েছে।


বিশেষজ্ঞরা বলছেন, শুধু কর বাড়ালেই তামাক ব্যবহার হ্রাস এবং তামাকজনিত রোগ ও অকালমৃত্যু কমানো যেত। তাই এই কর অপরিবর্তিত রাখার সিদ্ধান্তকে নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ এবং জনস্বার্থবিরোধী বলে মনে করা হচ্ছে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ