Type Here to Get Search Results !

নবনির্বাচিত উপদেষ্টা ফয়সল আহমদকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা প্রদান।

Abdul Jabbar

 
নবনির্বাচিত উপদেষ্টা ফয়সল আহমদকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা প্রদান।

সমাজসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে চলা প্রয়াস তরঙ্গ কল্যাণমূলক সংস্থার পর্ষদে সম্প্রতি নতুন উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন সম্মানিত ফয়সল আহমদ। তাঁর এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে এক অনাড়ম্বর কিন্তু হৃদ্যতাপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে।

অনুষ্ঠানে ফয়সল আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রয়াস তরঙ্গ কল্যাণমূলক সংস্থার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা তৌফিক ওমর তানভীর, যিনি নতুন উপদেষ্টাকে আন্তরিকভাবে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাঁর দিকনির্দেশনায় সংস্থার কর্মপথ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে সংস্থার অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন এবং তাঁরা নবনির্বাচিত উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

নিজের বক্তব্যে ফয়সল আহমদ বলেন—

প্রয়াস তরঙ্গ কেবল একটি সংগঠন নয়, এটি একটি পরিবার, একটি সমাজবদলের নাম। এমন একটি মহৎ সংগঠনের অংশ হতে পেরে আমি সম্মানিত। আমি বিশ্বাস করি, সকলে মিলে একসাথে কাজ করলে আমরা সমাজে সত্যিকারের পরিবর্তন আনতে পারবো।



প্রয়াস তরঙ্গ কল্যাণমূলক সংস্থা দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাঁর সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শ সংস্থার ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আরও দৃঢ়, সুসংগঠিত এবং ফলপ্রসূ করে তুলবে।

স্টাফ রিপোর্টারImage

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ