Type Here to Get Search Results !

অসুস্থ মিরাজ গলে অনুশীলন করতে পারলেন না, সিমন্স বললেন ‘মধুর সমস্যা’

Abdul Jabbar

 

শ্রীলঙ্কার গলে পৌঁছালেও একদিন বৃষ্টিবন্দী ছিল বাংলাদেশ দল। তবে সবকিছু কাটিয়ে আজ রোববার থেকে মাঠে নেমেছে টাইগাররা। যদিও দলের নিয়মিত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনুশীলনে অংশ নিতে পারেননি।

দলীয় সূত্রে জানা গেছে, গলে পৌঁছানোর পর থেকেই জ্বরে আক্রান্ত মিরাজ। চিকিৎসা চললেও আজও তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছেন, “গত দুই দিনে মিরাজের অবস্থা কিছুটা ভালো হয়েছে। আজ সন্ধ্যায় ওষুধের প্রতিক্রিয়া কেমন হয়, তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি, আগামীকাল (সোমবার) সে অনুশীলনে ফিরবে।”

মিরাজ না খেললে দলের ভারসাম্যে প্রভাব পড়তে পারে কি না—এমন প্রশ্নে সিমন্স বলেন, “অবশ্যই এটা একটা চিন্তার বিষয়। তবে একজনের সমস্যা আরেকজনের জন্য সুযোগ তৈরি করে। তাই এটিকে আমি ‘মধুর সমস্যা’ বলব।”

২০১৩ সালে এই গলেই মুশফিকুর রহিমের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরির প্রসঙ্গও আসে সংবাদ সম্মেলনে। সেই স্মৃতিচারণ করে সিমন্স বলেন, “আমি চাই মুশফিক সেই সময়কার মতো উপভোগ করেই খেলুক। আলাদা প্রত্যাশা নেই, সবার কাছেই আমার একই রকম প্রত্যাশা থাকবে।”

এদিকে ওয়ানডে অধিনায়কত্ব হারানো নাজমুল হোসেন শান্তর মানসিক অবস্থাও প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করলেও সিমন্স তা প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, “আমি মনে করি না, নেতৃত্বের পরিবর্তন শান্তর পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে। মাঠে সে সব সময় ক্রিকেটেই মনোযোগ দেয়।”

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ