Type Here to Get Search Results !

রৌমারীতে রেকর্ড ২২ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Abdul Jabbar




কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ জুন ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকায় বিশেষ অভিযান চালায়। সকাল ৭টা ৪৫ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিজ বাড়ি থেকে মো. রফিক হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার  করা হয়েছে । 

মো. রফিকুল ইসলাম চর নতুন বন্দর, রৌমারীর মো. আনোয়ার হোসেনের ছেলে।
২টি মোবাইল ফোন, ২২ হাজার ১০০ ইয়াবা সহ আটক করে পুলিশ, উদ্ধারকৃত আলামতসমূহ স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

গ্রেফতারকৃত রফিক হোসেন এর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
১। এফআইআর নং-৯, তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২৩; ধারা: ৩৬(১) সারণির ১০(গ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; চার্জশীট নং: ৩১।
২। এফআইআর নং-১১/৭১, তারিখ: ২৬ মে ২০২১; ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।

রৌমারী থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি’র অফিসার ইনচার্জ মো. বজলার রহমান জানান, “রৌমারীতে কুখ্যাত মাদক কারবারি রফিক হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। জেলা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ