Type Here to Get Search Results !

কলাপাড়ায় সিলেট সিটির সাপ্লাই পানি নিয়ে ক্ষোভ,টাকা দিয়ে পাচ্ছেন দুর্গন্ধ ময়লা পানি

FOKRUL HASAN SUROB

নাগরিক ভিউ প্রতিনিধি, সিলেট

                         

সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ১০ নম্বর ওয়ার্ডের শেখঘাট কলাপাড়া এলাকায় সাপ্লাই পানির মান নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, সরবরাহকৃত পানি দুর্গন্ধযুক্ত, অনেক সময় বাদামি রঙ ধারণ করে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।


স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, "এমন পানি দিয়ে শরীর ধোয়াও যায় না, আর খাওয়া তো দূরের কথা। এতে নানা রকম রোগের ঝুঁকি রয়েছে।"


অন্য এক বাসিন্দা ছাদী বলেন, "নিয়মিত বিল দিচ্ছি, কিন্তু যেই পানি পাচ্ছি তা ব্যবহারের অযোগ্য। বহুবার অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি।"


আরেকজন বলেন, "এই ধরনের পানি পান করলে ডায়রিয়া, কলেরা, চর্মরোগ এমনকি কিডনি-লিভারেরও ক্ষতি হতে পারে। আমরা দ্রুত সমাধান চাই।"


নাগরিক ভিউয়ের পক্ষ থেকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, কলাপাড়ার বেশ কয়েকটি বাসায় সরবরাহকৃত পানিতে তীব্র দুর্গন্ধ ও ময়লার অস্তিত্ব রয়েছে। কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে।

কলাপাড়ায় গিয়ে এমন চিত্রই পাওয়া যায়—  


এলাকাবাসী দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন।


About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ