Type Here to Get Search Results !

সিলেটে আন্দোলনে ১২ বছরের শিশু রুহানের চোখ হারিয়ে পরিবার নিঃস্ব,মেলেনি সরকারি সহায়তা

ডেস্ক রিপোর্ট


সিলেটের ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র রুহান জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই শিশু। গত ১০ মাস ধরে রুহানের চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব।


সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি রুহান ও তার পরিবার। ফলে ঈদের মতো উৎসবের সময়েও তদেরকে নানা দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে ।


এই অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার মুখপাত্র এবং স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক সেলের প্রতিনিধি আলী আব্বাস শাহিন সহানুভূতিশীল ব্যক্তিদের রুহানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।


সহযোগিতা করতে-  

📱 01737-913441 (রুহানের মা, বিকাশ নম্বর)  


আপনার সহযোগিতা রুহান ও তার পরিবারের জন্য আশার আলো হতে পারে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ