Type Here to Get Search Results !

নরসিংদীতে পুলিশের ওপর হামলা, আটক ৭

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদী

 ৫ অক্টোবর

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

নরসিংদীতে চাঁদা আদায়ের সময় আটক করা দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের আরশীনগর এলাকায় চাঁদা আদায়ের অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করলে তাদের সহযোগীরা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫–৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ