Type Here to Get Search Results !

ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্র ৫ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

Abdul Jabbar


ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্র  ৫ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ৫ দিন পর ফজলুল করিম (২০) নামে এক মাদরাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয় (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে র‌্যাবের সহায়তায় সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ জুন) ভোরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়।

উদ্ধার হওয়া ফজলুল করিম জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহল্লা গ্রামের এম.এ কাইয়ুম মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবিয়া পৌর শহরের ভাদুঘর সিরাজনগরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং স্থানীয় সিরাজিয়া দারুল উলুম মাদরাসার ছাত্র।

অপহরণকারী তৌসিফ মাহবুব নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. মিজানের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের বরাতে জানা গেছে, গত ২২ জুন (শনিবার) সন্ধ্যায় ‘পিতার অসুস্থতার’ কথা বলে কৌশলে ফজলুল করিমকে মাদরাসার সামনে থেকে অপহরণ করা হয়। পরে তার বাবার মোবাইল নম্বরের ইমো আইডিতে কল করে অপহরণকারী ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ছেলেকে হত্যা করার হুমকি দেয়।

ঘটনার পরপরই ফজলুল করিমের বাবা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি ও পরে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, "অভিযোগ পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে অপহৃত ছেলেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। কৌশলে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়েছিল। প্রযুক্তির সহায়তায় আমরা অপহরণকারীকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছি।"

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :Image

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ