Type Here to Get Search Results !

আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

Abdul Jabbar


 ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি



তেহরানে হামলা, ইরানের সামরিক প্রধান আলী সাদমানি নিহতের দাবি ইসরায়েলের

ইসরায়েল দাবি করেছে, ইরানের অভিজাত সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের নতুন প্রধান আলী সাদমানিকে তারা তেহরানে হামলা চালিয়ে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে সাদমানিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ ও শীর্ষ সামরিক নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে ইরান আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার ইসরায়েলি হামলায় খাতাম আল-আনবিয়ার তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদ নিহত হওয়ার পর আলী সাদমানিকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এছাড়া, ইসরায়েলি হামলায় তেহরানে অবস্থিত ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবনেও ক্ষয়ক্ষতি হয়। এতে এক নিউজ এডিটর ও একজন কর্মী নিহত হয়েছেন বলে ইরানি বার্তা সংস্থা আইআরএনএ নিশ্চিত করেছে।

ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ভবনের বিদ্যুৎ চলে যায় এবং ধ্বংসাবশেষ স্টুডিওতে ছড়িয়ে পড়ে। সম্প্রচার বন্ধ হয়ে যায় এবং তা পুনরায় চালু করতে প্রায় এক ঘণ্টা লেগে যায়।

আইআরআইবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই হামলাকে ‘ইরানি জাতির বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সরাসরি সামরিক আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছেন।


খবর আল জাজিরার।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ