Type Here to Get Search Results !

মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত, জানা গেল তারিখও

Abdul Jabbar

 

নারী বিশ্বকাপ:  মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত, জানা গেল তারিখও


গত বছরের ডিসেম্বর মাসে এক সমঝোতার মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঠিক করেছিল— ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত আইসিসি আয়োজিত আসরে এক দেশ অপর দেশের মাটিতে খেলবে না। সেক্ষেত্রে হাইব্রিড মডেলের মাধ্যমে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়।


তবে চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। দুই দেশের আকাশপথে সামরিক উত্তেজনা তৈরি হয়, যার প্রভাব পড়ে ক্রিকেটেও। এমনকি ভারতের একাধিক সাবেক ক্রিকেটার জানিয়ে দেন, পাকিস্তানের মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই এমনকি আইসিসি ইভেন্টেও। এতে করে দুই দেশের দ্বৈরথ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

শেষমেশ সেই অনিশ্চয়তার অবসান ঘটেছে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। ক্রিকেট-বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো নিশ্চিত করেছে ম্যাচের দিন-তারিখ। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।


২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে ৩০ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। এরপর ২৬ অক্টোবর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতেই।

এই আসরটি হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণ। চূড়ান্ত পর্ব তথা ফাইনাল ম্যাচ হবে ২ নভেম্বর। পাকিস্তান ফাইনালে জায়গা করে নিতে পারলে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে, না হলে ফাইনাল হবে বেঙ্গালুরুতে।


ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১ অক্টোবর, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৮ অক্টোবর তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান, ভেন্যু কলম্বো। ২২ অক্টোবর অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ইংল্যান্ডের, এটি গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি হবে।

পাকিস্তান দল তাদের সবগুলো ম্যাচ খেলবে কলম্বোতেই— প্রতিপক্ষ যথাক্রমে বাংলাদেশ (২ অক্টোবর), ইংল্যান্ড (১৫ অক্টোবর), নিউজিল্যান্ড (১৮ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (২১ অক্টোবর) এবং শ্রীলঙ্কা (২৪ অক্টোবর)।


বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে খেলবে পাকিস্তানের বিপক্ষে। এরপর বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনম স্টেডিয়ামে। এছাড়া ২০ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের।


তথ্যসূত্র  _ ক্রিকইনফো

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ