![]() |
মোবাইল ফোনের কল্যাণে নিজের দক্ষতা ও নিরাপত্তা নিয়ে আগের চেয়ে অনেক আত্মবিশ্বাস অর্জন করেছে বাংলাদেশের জনগণ। দেশে প্রতি ১০ জন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৯ জন নিজেদের মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করেন।
বাংলাদেশে কর্মক্ষেত্রে এআই ব্যবহারে পুরুষের তুলনায় পিছিয়ে আছেন নারীরা। দেশে নারীদের মাত্র এক তৃতীয়াংশ বা ৩৭ শতাংশ নিজ নিজ কর্মক্ষেত্রে এআইয়ের ব্যবহার করে থাকেন। অন্যদিকে পুরুষদের মধ্যে কর্মক্ষেত্রে এআই ব্যবহারের হার ৪৭ শতাংশ। টেলিনর এশিয়ার এক জরিপে এমন তথ্য উঠে আসে।
বুধবার (০৭ মে) রাজধানীর একটি হোটেলে ‘ডিজিটাল লাইভস ডিকোডেড (বাংলাদেশ)’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে টেলিনর।
এতে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন- টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি মনীষা ডোগরা, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ প্রমুখ।
সাথেই থাকুন !