Type Here to Get Search Results !

১৮০ কোটির বিনিয়োগ পেল ফাস্ট পাওয়ার টেক

ডেস্ক রিপোর্ট
বৈদেশিক বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক। ছবি : সৌজন্য

বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথ অংশীদারত্বে দেড় কোটি ডলার বা ১৮০ কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক। ই-লজিস্টিক্স প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট’ সহযোগী এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করবে চীনের জ্বালানি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড।


বাংলাদেশে ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট প্ল্যান্ট স্থাপনে এই অর্থ বিনিয়োগ করা হবে। বাংলাদেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠান দুইটি।


সম্প্রতি চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে এনইউসিএল এবং ফাস্ট পাওয়ার টেকের মধ্যে যৌথ অংশীদারত্ব বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়। ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের প্রধান নির্বাহী ফরেস্ট লিয়াং চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের পরিচালক অর্ণব মুস্তাফা এবং প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব ও এনইউসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ