দেশের চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, হবিগঞ্জ ও নওগাঁয় একজন করে। রোববার (১১ মে) বিকেলে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে রাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বেনিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজু একই গ্রামের তমুজ আলীর ছেলে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, রাজুর পরিবারের জন্য সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু খবর পাওয়া গেছে। রোববার (১১ মে) বিকেলে এ মৃত্যুর ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃতরা হলেন- সরাইলের কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), নাসিরগরের গোর্কণ গ্রামের শামসুল হুদা (৬৫), ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম (৮), আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম মিয়া (৬০) ও বনগজ গ্রামের জামির খাঁ (২২)।
আখাউড়া ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজ্রপাতে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও এসময় আহত হয়েছেন একজন। রোববার (১১ মে) বিকেলে জেলার ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮), রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬৫) এবং কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। আহত হয়েছেন হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে আক্রান্ত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তবে এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়।
নওগাঁ: নওগাঁয় টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর হঠাৎ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে জেলার কিছু এলাকা। রোববার ( ১১ মে) বিকেল ৫টার দিকে শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে জেলার মান্দা, সাপাহারসহ বেশ কিছু এলাকার ঘরবাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে গাছপালা বৈদ্যুতিক পিলার।
অন্যদিকে মান্দা উপজেলায় বজ্রপাতে জিল্লুর রহমান (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়া পাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। এসময় আহত হয়েছেন এক কৃষক।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, বিকেলে আকাশে মেঘ দেখে কৃষক জিল্লুর রহমান শ্রমিক নিয়ে মাঠে শুকানো ধান ঢেকে রাখার জন্য যান। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই ঘটনায় পাশের জমিতে থাকা শফিকুল ইসলাম নামে অপর এক কৃষক আহত হন।
সাথেই থাকুন !