Type Here to Get Search Results !

টেলিটক ব্যবহারকারীদের জন্য সুখবর

ডেস্ক রিপোর্ট

টেলিটকের লোগো। ছবি : সংগৃহীত

গ্রাহকদের জন্য ইন্টারনেট ডাটার দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। এবারের ঈদুল ফিতরের দিন থেকে অপারেটরটির হ্রাসকৃত মূল্য কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সুবিধা প্রান্তিক গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অধিকাংশ ডাটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমিয়েছে টেলিটক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্রাসকৃত এই মূল্য ঈদের দিন থেকে কার্যকর হয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এতে নিজেদের গ্রাহক সংখ্যা বাড়ার সম্ভাবনাও দেখছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটরটি। গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য অপারেটরটি দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছানোর জন্য হাওর ও দ্বীপাঞ্চলেও নেটওয়ার্ক বিস্তার করেছে।


টেলিটক জানায়, দেশে ৪জি প্রযুক্তির বিস্তার এবং ৫জি প্রযুক্তি চালুর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্ন্যান্স ও ই-কমার্স খাতে টেলিটকের অবদান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সাবমেরিন ক্যাবল কোম্পানি ব্যান্ডউইথ খরচ হ্রাস করার ফলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বৃদ্ধি পাবে এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।


 

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ