Type Here to Get Search Results !

পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর-গোয়াইনঘাট নিম্নাঞ্চল প্লাবিত, যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত

ডেস্ক রিপোর্ট

                                      


ডেস্ক রিপোর্ট,সিলেট  

টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বহু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে এলাকা প্লাবিত হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।  


স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের তোড়ে রাস্তা-ঘাট, ঘরবাড়ি, কৃষিজমি ও বিদ্যালয় মাঠসহ বহু স্থাপনা পানিতে ডুবে গেছে। বিশেষ করে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর, সারীঘাট, নিজপাট এবং গোয়াইনঘাটের তোয়াকুল, ফতেহপুর, পশ্চিম জাফলং এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ।


জলে ডুবে যাওয়া বহু কাঁচা রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে বহু স্থানে। জরুরি প্রয়োজনেও মানুষকে হেঁটে বা নৌকায় চলাচল করতে হচ্ছে।



স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পানি দ্রুত বেড়ে যাওয়ায় অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি সহায়তা ও ত্রাণ কার্যক্রমের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বৃষ্টি অব্যাহত থাকলে আরও এলাকা প্লাবিত হতে পারে এবং বন্যার আশঙ্কা বাড়ছে।


এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলার একজন বাসিন্দা বলেন,  

“প্রতিবারই এই সময়টায় পানি আসে, কিন্তু এবার খুব দ্রুত তলিয়ে গেছে সবকিছু। রাস্তায় হাঁটাও যাচ্ছে না।”



স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।



About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ