Type Here to Get Search Results !

সিলেটে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির শঙ্কা, বন্যার আশঙ্কা

FOKRUL HASAN SUROB



সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে সিলেট অঞ্চলে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। একইসঙ্গে আজ সন্ধ্যার মধ্যেই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।


সোমবার (২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টানা ভারি বৃষ্টির ফলে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটসহ সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢল নামতে পারে। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আংশিক বা আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার ও আবহাওয়া আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। বিশেষ করে পাহাড়ি বা জলাবদ্ধতা প্রবণ অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে থাকার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ