Type Here to Get Search Results !

চা শ্রমিকদের বেতনের টাকা আত্মসাৎ করলেন ব্যাংক এশিয়ার এজেন্ট!

Abdul Jabbar



"চা শ্রমিকের জীবনমান উন্নয়ন" প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলাধীন মির্জাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় শ্রমিক প্রতি ৬০০০/ টাকা ভাতা প্রদান করার কথা থাকলেও ব্যাংক এশিয়ার এজেন্ট ও উদ্যোক্তা হিসেবে কর্মরত সৌরভ কান্তি দাশ পিতা- নিকুঞ্জ দাশ মীর্জাপুর, 


শ্রীমঙ্গল ২৪ জন উপকারভোগীর ফিঙ্গার প্রিন্ট রেখে গোপাল লোহার পিতা- শংকর লোহার মির্জাপুর এর সহযোগিতায় ২৪ জন উপকারভোগীদের মধ্যে ৪০০০/ টাকা প্রদান করে ২০০০/টাকা করে মোট ৪৮০০০/ টাকা আত্মসাৎ করেন। 


আত্মসাৎ কৃত ২৪ জনের মধ্যে ১৭ জনের ৩৪০০০/ টাকা ফেরত দেয়া হয়েছে। ৭ জনের টাকা ফেরত প্রদান পক্রিয়াধীন রয়েছে। সৌরভ কান্তি দাশ এবং গোপাল লোহারকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোেগ দায়ের করা হয়েছে এবং আসামীরা থানা হেফাজতে আছে। 

মৌলভীবাজার জেলার ডিসি মহুদয় ফেইছবুক পোষ্টের মাধ্যমে এগুলো জানান।


তথ্যসূত্র ঃ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার।


About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ