রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের এডহক কমিটির সদস্য নির্বাচিত তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক ফয়সল আহম


প্রকাশিত:


সিলেট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক ফয়সল আহমদ।


তরুণদের মাঝে সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এডহক কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


ফয়সল আহমদ জানান, “রেড ক্রিসেন্টের মতো মানবিক সংগঠনের অংশ হতে পারা সম্মানের। আমি চেষ্টা করবো মানুষের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে।”


উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও মানবিক সহায়তায় দেশজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।