বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথ ইস্যুকে ঘিরে টানা ৩৯ দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন তাঁর সমর্থকরা। সোমবার (২৩ জুন) সকাল অফিস শুরুর আগেই অবশেষে সেই তালা খুলে দেওয়া হয়।
এই ঘটনা ঘিরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের মধ্যে কয়েক দফা বাকবিতণ্ডা এবং পাল্টাপাল্টি বক্তব্য চলছিল। আজ (২৫ জুন, বুধবার) আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি লেখেন,
“আমার ছবিতে জুতা মারার ঘটনায় কেউ দুঃখ প্রকাশ করেছে কি?
গুজব ছড়িয়ে আমার বাবাকে ‘চালচোর’ বলে অপমানের দায় কেউ স্বীকার করেছে কি?
সরকার পক্ষের সমাধান প্রস্তাব যাঁরা অহংকারে ফিরিয়ে দিয়েছেন, তাঁদের কেউ জনদুর্ভোগের জন্য অনুতপ্ত?
এক কোটিরও বেশি মানুষকে ভোগান্তিতে ফেলে যারা নগর ভবনের কার্যক্রম বন্ধ রেখেছে, তারা কি ক্ষমা চেয়েছে?
নগর ভবন ঘিরে সংঘর্ষে যারা কর্মীদের আহত করেছে, সেই দায় কেউ নিয়েছে?
একটি যৌথ সিদ্ধান্তকে কেন্দ্র করে আমাকে ও আমার পরিবারকে ব্যক্তিগতভাবে আক্রমণ এবং ‘জবাই করার’ মতো হুমকি দিয়ে যারা পথ চলেছে, তারা কি অনুতপ্ত?”
তিনি আরও যোগ করেন,
“তবু আমাকে দুঃখ প্রকাশ করতে হবে, কারণ আমি বলেছি— কয়েকজন নেতা ইন্ধন দিয়েছেন, আন্দোলন পরিকল্পিতভাবে চালানো হয়েছে। আমি মিথ্যা বলিনি। তিনি নিজেও জানেন, তাঁকে ফাঁদে ফেলে দর-কষাকষির হাতিয়ার বানানো হয়েছে, এবং তিনি আমার পরিচিত অনেকের কাছেই সে কথা বলেছেন।”
আসিফ মাহমুদ বলেন,
“এই দেড় মাসে বহু কটু কথা শোনার পরও আমি শালীনতা হারাইনি। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, অপমানজনক শব্দ ব্যবহার করিনি। আমার পরিবার, রাজনীতি কিংবা সংগ্রামী পথ চলা এসব কিছুই আমাকে শিষ্টাচার শিখিয়েছে। আমি ধৈর্য ধরে সব সহ্য করেছি। কিন্তু ন্যায়ের প্রতিবাদ যে চুপচাপ থাকবে না, সেটাও সময়ই বলে দেবে। ইতিহাস একসময় সবাইকে তাঁর প্রাপ্য জায়গায় বসায়।
স্টাফ রিপোর্টার নাগরিক ভিউ

