সিলেট, ১৩ জুলাই ২০২৫ (শনিবার):
![]() |
| জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার প্রতিনিদধি |
আসন্ন ২৫ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার পদযাত্রা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের হোটেল গ্র্যান্ড ঈমারাহ’তে এক গুরুত্বপূর্ণ জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সভায় এনসিপি, যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং শ্রমিক উইং-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় দলীয় কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি, প্রচার কার্যক্রম এবং নেতৃত্বের সমন্বয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান। অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন: যুগ্ম সমন্বয়কারী: ফয়সল আহমদ, প্রকৌশলী কামরুল আরিফ, সালমান আহমদ খুরশেদ ,সদস্য: আতাউর রহমান আতা, নুরুল ইসলাম , মাও. ছালিম আহমদ খান (প্রচার) ,শেখ জাবেদ আহমদ, শামসুজ্জামান হেলাল, মনিরুল সাকিব, মাওলানা ইমাম উদ্দিন, আবুল আলা সিদ্দিকী,যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক: আলী হুসেন ,শ্রমিক উইং-এর কেন্দ্রীয় সংগঠক: শিব্বির আহমদ, গণতান্ত্রিক ছাত্রসংসদ এর প্রতিনিদধি _ জুবায়ের আহমদ, কাওসার গাজী, তাকি হাসান, ফখরুল হাসান, জামিল আহমদ, তানভীর, সুহাগ ও প্রমুখ।
এছাড়াও সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ—যুবশক্তি, শ্রমিক উইং ও গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠকরাও সভায় সক্রিয় অংশগ্রহণ করেন।
সভায় নেতৃবৃন্দরা বলেন,
“জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের একটি গণমানুষের রাজনৈতিক প্ল্যাটফর্ম। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যে প্রত্যয় এনসিপি বহন করে, তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আরও সক্রিয় হতে হবে।”
সভা শেষে আগামী ২৫ জুলাইয়ের পদযাত্রা সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

