Type Here to Get Search Results !

শাপলা তুলতে গিয়ে ডোবায় পড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

Abdul Jabbar

ছবিঃ সংগ্রহীত


সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার শান্তিনগরে শাপলা তুলতে গিয়ে ডোবায় পড়ে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (৫ জুলাই) সকালে শহরের ভাদুঘর শান্তিনগর এলাকার একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, স্থানীয় আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও তার ছোট বোন জিন্নাত (৮)। দুই শিশুই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, হোসাইন ও জিন্নাত প্রায়ই ওই ডোবায় শাপলা তুলতে যেত। বৃহস্পতিবার দুপুরে তারা শাপলা তুলতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত ঘরে না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। পরদিন শুক্রবার সকালে ডোবার পানিতে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

নিহতদের খালা ইয়াসমিন বেগম বলেন, “ওই ডোবায় ওরা আগেও অনেকবার শাপলা তুলেছে। কিন্তু এবার আর ফিরে আসল না।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, “আমরা বৃহস্পতিবার কোনো তথ্য পাইনি। শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, ওই ডোবার পাশে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে অনায়াসে শিশুরা সেখানে যাওয়া-আসা করত।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ