Type Here to Get Search Results !

ব্রাহ্মণবাড়িয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ১৭ কিশোর

Abdul Jabbar


ছবিঃ সংগ্রহীত

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:  

০৬ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে মসজিদ চত্বরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কসবা-আখাউড়া আসনের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন, আজগর ডিলার এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া নিয়মিত নামাজ আদায়ে অংশ নেওয়া আরও ৩৫ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ।

পুরস্কার প্রদানকারী উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, “কিশোরদের মসজিদমুখী করতেই এই উদ্যোগ নিয়েছি। আশা করি, তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে। এতে তারা যেমন উপকৃত হবে, আমরাও এর সাওয়াবের অংশীদার হতে পারব। সমাজের সবাইকে এমন ভালো কাজে এগিয়ে আসা উচিত।”

স্থানীয় মুসল্লিদের মতে, এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ