![]() |
আটক নাহিদ হাসান অপু |
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দেশীয় মরণাস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
০৩ জুলাই ভোররাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাশিয়ানী বাজার বাস টার্মিনাল এলাকায় আনুমানিক রাত ২টা থেকে সকাল ৬টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক করা হয় নাহিদ হাসান অপু (২৬) নামে এক যুবককে, যার পিতা আব্দুর রাজ্জাক শেখ স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
অভিযানের সময় অভিযুক্তের বসতবাড়িতে তল্লাশির পূর্বপর্বে অভিযুক্তের পিতা যৌথ বাহিনীর কাজে অসহযোগিতা ও বাধা প্রদান করেন। তবে পেশাদারিত্ব বজায় রেখে যৌথ বাহিনী অভিযান চালিয়ে যায় এবং অভিযুক্তকে নিজ বাসার ছাদে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করে।
গ্রেফতারের সময় অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয় ৮টি চাপাতি,১টি লম্বা ছুরি ,১টি কাস্তে, ১টি বড় ছুরি , ১টি কুড়াল , ১টি কাঁচি ,১টি মোবাইল ফোন ,২টি বিদেশি মদের বোতল,
তবে অভিযুক্তের স্ত্রী রিমি খানমের অভিযোগ অনুযায়ী তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযোগে তিনি জানান, অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে ও তার ভাইকে অস্ত্র প্রদর্শন করে ভয় দেখাত এবং নিয়মিতভাবে শারীরিক নির্যাতন করত। উল্লেখ্য, অভিযোগকারীর সাক্ষাৎকার গোপালগঞ্জ সেনা ক্যাম্পে এক নারী আনসার সদস্যের মাধ্যমে গ্রহণ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের মাদকাসক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তার ফোনে অস্ত্রসহ বিভিন্ন ভিডিওও পাওয়া গেছে। পরবর্তীতে তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে পুলিশের হেফাজতে তদন্ত চলমান রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।