জুলাই পদযাত্রা’র পঞ্চম দিনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে জনস্রোত, সীমান্ত হত্যা নিয়ে হুঁশিয়ারি নাহিদ ইসলামের


প্রকাশিত:


ছবিঃ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এনসিপির


ফিচার সম্পাদকঃ তাকি হাসান

০৬ জুলাই ২০২৫

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ৩০টি জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। আজ কর্মসূচির পঞ্চম দিনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে অনুষ্ঠিত হয় পদযাত্রা ও পথসভা। দুই জেলাতেই লক্ষ করা গেছে সাধারণ মানুষের বিপুল আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নবগঠিত চার মাস বয়সী এই রাজনৈতিক দলের পথসভাগুলো রীতিমতো জনসভায় রূপ নিচ্ছে প্রতিদিনই। বিশেষ করে তরুণদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ দলটির প্রতি একটি নতুন ধরনের আস্থার ইঙ্গিত দিচ্ছে।


দলটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্যে তারা দ্রুত গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি জানান এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জোরালো অবস্থান তুলে ধরেন। এদিন চাঁপাইনবাবগঞ্জের এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতের সীমান্ত হত্যা নিয়ে কড়া বক্তব্য দেন।


তিনি বলেন,

“সীমান্তে দাদাদের অনেক বাহাদুরি হয়েছে—সেই বাহাদুরির দিন এখন শেষ। আর যদি একজন বাংলাদেশীকেও হত্যার চেষ্টা করা হয়, তাহলে ভারতীয় সীমান্ত অভিমুখে লংমার্চ করা হবে।”


রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় জনতা, বিশেষ করে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পথসভাগুলোতে ভিড় উপচে পড়ে রাজপথে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতদিন বড় দলগুলোর কাছে এনসিপি তেমন মাথাব্যথার কারণ না হলেও, ‘জুলাই পদযাত্রা’তে জনতার ব্যাপক সাড়া দেখে তারা এখন মোটামুটি নড়েচড়ে বসেছে। অনেকে বলছেন, এনসিপির এই উদীয়মান অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ ঘটাতে পারে।