Type Here to Get Search Results !

ভোলাহাটে ফের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন!

Abdul Jabbar

 

  এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

  ১৪.০৮.২০২৫ 


ফাইল ছবি 


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশি পুরুষকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোররাত সাড়ে ৫টার দিকে বিএসএফ তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এস এলাকায় নিয়ে এসে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এ সময় চাঁনশিকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানির টহলদল তাদের আটক করে।


বিজিবি সূত্রে জানা যায়, ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন—মো. বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মো. রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মো. আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯), মো. রুলাস (৩২), মেহের আলী (৩২), মো. রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মো. মোশারফ আলী (২১)।


ঘটনাটি নিশ্চিত করেছেন বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম এবং চাঁনশিকারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মো. ইদ্রিস আলী।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাদণ্ড দেয়। সাজা শেষ হলে বিএসএফ তাদের হস্তান্তর করে সীমান্ত দিয়ে ফেরত পাঠায়।


উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন একই উপজেলার চাঁনশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে আরও আটজন (৪ নারী ও ৪ পুরুষ) অনুপ্রবেশের সময় বিজিবি শূন্যরেখা থেকে আটক করেছিল।




About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ