স্টাফ রিপোর্টার সাদি
১৭ সেপ্টেম্বর
ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং নগরের অন্যান্য সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
‘কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে নিজেদের দাবি তুলে ধরেন এবং স্লোগান দেন।আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিগ্রি প্রকৌশলীরা অযৌক্তিক দাবি তুলে কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও প্রকৌশল ক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা করছে। তারা বলেন, এসব দাবি পূরণ হলে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার হরণ হবে।
শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানান—ডিপ্লোমা প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত সমস্যার যৌক্তিক সমাধান করা এবং অযৌক্তিক দাবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি প্রকৌশল খাতের স্থায়ী ও কার্যকর সমাধান নিশ্চিত করার দাবি জানান তারা।
এর আগে গত এপ্রিল মাসেও ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন কারিগরি শিক্ষার্থীরা। সে সময় সরকারের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও নতুন করে আবারও তারা রাজপথে নেমেছেন।