স্টাফ রিপোর্টার সাদি
২৭ সেপ্টেম্বর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, এই মনিটরিং টিম পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
মনিটরিং টিমের সদস্যরা হলেন—
জেলা শাখা থেকে: নাজিম উদ্দিন শাহান, ফয়সল আহমদ, প্রকৌশলী কামরুল আরিফ, সালমান আহমদ খোরশেদ, মুস্তাফিজুর রহমান।
মহানগর শাখা থেকে: এডভোকেট আব্দুর রহমান আফজাল, কিবরিয়া সারোয়ার, মুস্তাক আহমদ, প্রকৌশলী আদনান তায়্যিব, নিজাম উদ্দিন।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং শারদীয় দুর্গাপূজার মতো উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সমাজের প্রত্যেকের দায়িত্ব। এ লক্ষ্যে মনিটরিং টিম সর্বস্তরের মানুষের সঙ্গে একযোগে কাজ করবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এনসিপি সিলেট জেলার প্রচার সমন্বয়কারী ছালিম আহমদ খাঁ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির নাম ঘোষণা করা হয়।