পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ


প্রকাশিত:

    স্টাফ রিপোর্ট  সাদি

    ২১ সেপ্টেম্বর



সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি লাইনেই থেমে যায় এবং পরবর্তী সময়ে সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে আসা সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঘটনার পর রেলওয়ের প্রকৌশলীরা বিকল ইঞ্জিন মেরামতের চেষ্টা চালাচ্ছেন। তবে মেরামতে বিলম্ব হলে বিকল্প ইঞ্জিন পাঠানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।এদিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করছেন, আবার কেউ কেউ বিকল্প পরিবহন খুঁজে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুততম সময়ে ইঞ্জিন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে।