প্রয়াস তরঙ্গ কল্যাণমূলক সংস্থার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


প্রকাশিত:

   স্টাফ রিপোর্টার সাদি

   ৬ সেপ্টেম্বর




সিলেটের অরাজনৈতিক, সামাজিক ও কল্যাণমূলক সংগঠন “প্রয়াস তরঙ্গ কল্যাণমূলক সংস্থা” আগামী চার মাসের জন্য তাদের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।গত ৫ই সেপ্টেম্বর (২০২৫) সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব তৌফিক ওমর তানভীর এবং সম্মানিত উপদেষ্টা ফয়সল আহমদ ও কামরুল ইসলাম আরিফ যৌথভাবে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সভাপতি: মারুফ আহমেদ শুভ

সহ-সভাপতি: মহিব হাসান শান্ত, শাহরিয়ার চৌধুরী রাহি

সাধারণ সম্পাদক: সাইমুন ইসলাম চৌধুরী

সহ-সাধারণ সম্পাদক: ওয়ালিদ বিন আহসান, সাদিয়া আফরিন

সাংগঠনিক সম্পাদক: মো: শাহরিয়ার আহমদ

সহ-সাংগঠনিক সম্পাদক: জাকারিয়া আহমেদ নিরব, শাহরিয়ার আহমেদ সুমন

কোষাধ্যক্ষ: আব্দুল খালিক শাওন

সহ-কোষাধ্যক্ষ: আবুল বাদশা

দপ্তর সম্পাদক: ইউসুফ আহমেদ নিরব

উপ-দপ্তর সম্পাদক: নুরজাহান পারভীন

ত্রাণ বিষয়ক সম্পাদক: সালেহ আহমেদ রনি

প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো: আবু তালহা

ক্রীড়া বিষয়ক সম্পাদক: সাইদ উদ্দিন সাদী

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মো: মহররম

উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: নাদিম মাহমুদ

তথ্য ও প্রযুক্তি সম্পাদক: নজরুল ইসলাম

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: নাইম মাহবুব

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “সেবা আমাদের উদ্দেশ্য, একতা আমাদের শক্তি” – এই স্লোগানকে ধারণ করে সমাজকল্যাণ, মানবিক কার্যক্রম ও তরুণ নেতৃত্ব বিকাশে নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে।
প্রধান উপদেষ্টা জনাব তৌফিক ওমর তানভীর নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “তরুণ প্রজন্মের অংশগ্রহণেই সমাজ পরিবর্তন সম্ভব। আমি বিশ্বাস করি প্রয়াস তরঙ্গ কল্যাণমূলক সংস্থা সামনের দিনে মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে।”