সিলেট গোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন


প্রকাশিত:

  স্টাফ রিপোর্টার সাদি 

  ২০ সেপ্টেম্বর 



সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম রুবেনা বেগম (৩০)। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আহমদ (৩৫)-এর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের একপর্যায়ে আলী আহমদ ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেকেও দা দিয়ে আঘাত করে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে আটক করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, "স্বামী-স্ত্রীর মধ্যে সবসময়ই পারিবারিক কলহ চলত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।" তিনি আরও জানান, "আলী আহমদের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুলিশের জিম্মায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।"

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।