Type Here to Get Search Results !

নোয়াখালীতে সূফী সাহিত্য পল্লী গণপাঠাগারে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট




নোয়াখালী প্রতিনিধি || নাগরিক ভিউ

নোয়াখালীর খলিফার হাট এলাকায় সূফী সাহিত্য পল্লী গণপাঠাগারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর (বুধবার) সকাল ৯টায় শুরু হওয়া এই ক্যাম্পটি চলে বিকাল পর্যন্ত। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল সূফী বার্তার সম্পাদক ও সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাকিম হাফিজ উল্যা, প্রধান বক্তা ছিলেন হাজী আবদুল্লাহ মাস্টার।  


অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাজী শিব্বির আহমেদ, মোঃ মনসুর আহমেদ, মোঃ ফয়সাল আমানতপুরী, গাউসিয়া কমিটির জেলা সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, মোঃ ফারুল মাঝি, আলি আকবর, নাজমুল হোসেন সোহেল, মোঃ সফিকসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ।


সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী জানান,  

> “প্রতিমাসে শিবপুর মাজার গেট সংলগ্ন স্থানে হতদরিদ্র মানুষের জন্য নিয়মিত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে। পাশাপাশি শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ ও নতুন বছরে একটি সুন্নি নূরানি মাদ্রাসা প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হয়েছে।”


চক্ষু শিবিরে প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।  


স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন জনকল্যাণমূলক কার্যক্রম তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ