Type Here to Get Search Results !

সিলেট-৩ এ এনসিপির কান্ডারী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদি 

১১ নভেম্বর 

 

৯ নভেম্বর লন্ডনের দেশী লাউঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের সঙ্গে প্রবাসী বাংলাদেশীদের এক মতবিনিময় সভা।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্য সচিব এম এ হিমেল ও রেংগা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের সহ-সভাপতি জনাব আনছার মিয়ার সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও মোগলাবাজারের কৃতি সন্তান জনাব হাজী আপ্তাব উদ্দিন।


সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার আতাউর রহমান আতা, এনসিপি ইউকে অ্যালায়েন্সের আহ্বায়ক মাকসুদুল হক শাকূর, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর রুহুল আমীন, এনসিপি ইউকের মূল সংগঠক নাইমূল ইসলাম আতীফ, শাহানা আক্তার, জাকির হুসেন চৌধুরী প্রমুখ।


এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা জনাব আব্দুল সাজ্জাদ, জালালপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব খলিল উদ্দিন, জনাব নাসির উদ্দিন, লুটন প্রবাসী বালাগঞ্জের কৃতি সন্তান জনাব সুমন মিয়া, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রবাস অংশগ্রহণকারী ফেঞ্চুগঞ্জের জওহার মাহমুদ খান নবিল, ফেঞ্চুগঞ্জের ফুজায়েল শহীদ সাদাত, মাহবুবুর রহমান, জামীল আহমদসহ প্রমুখ।সভায় দোয়া পরিচালনা করেন শায়খে রেংগা বদরুল আলম রা: দৌহিত্র হাফিজ নোমান আহমেদ। 


বক্তারা বলেন, দেশের পরিবর্তনের স্বার্থে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণ ও সাহসী নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে সংসদে পাঠানো সময়ের দাবি। তাঁরা ঐক্যবদ্ধভাবে শাপলা কলির বিজয় নিশ্চিত করতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।


সভা শেষে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—

“আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় আছি—যেখানে প্রবাসীদের রেমিটেন্স শুধু অর্থনৈতিক নয়, পরিবর্তনের জ্বালানি। আপনাদের সঙ্গে এক হয়ে আমরা ন্যায়ের, উন্নয়নের এবং মানুষের বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।”

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ