Type Here to Get Search Results !

ছাত্রলীগের সহ-সভাপতিকে দেশে প্রবেশে বাধা ও গুম-হত্যার হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদি

১৭ ডিসেম্বর 

ছবি: নাগরিক ভিউ 


ছাত্রলীগের সহ-সভাপতিকে দেশে প্রবেশে বাধা ও গুম-হত্যার হুমকির অভিযোগ


দীর্ঘ প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার ফলে দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী, বিশেষ করে যুবসমাজ, আওয়ামী লীগমুখী হয়ে ওঠে। রাজনীতি বোঝার বয়স থেকেই ক্ষমতায় থাকা একটি দলকে দেখে বড় হওয়ায় স্বাভাবিকভাবেই অনেক তরুণ সেই দলের সমর্থক হয়ে ওঠেন। তবে সময়ের পরিবর্তনে সেই সমর্থনই যে ভবিষ্যতে জীবননাশের শঙ্কার কারণ হতে পারে—এমন বাস্তবতা এখন সামনে আসছে বলে অভিযোগ উঠছে।


সরকার পতনের পর থেকে দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ রয়েছে। বড় নেতারা বিভিন্নভাবে পরিস্থিতি সামাল দিতে পারলেও তৃণমূল পর্যায়ের কর্মী ও সমর্থকেরা পড়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। অভিযোগ রয়েছে, নিজ এলাকায় কিংবা বাড়িতে ফিরতে হলে অর্থ দাবি, হুমকি কিংবা মামলার ভয় দেখানো হচ্ছে। আবার যারা বিদেশে অবস্থান করছেন, তারা মিথ্যা মামলা ও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করছেন।

এই প্রেক্ষাপটে এমনই অভিযোগ করেছেন সিলেট নগরীর বাসিন্দা ও সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো. হাফিজুর রহমান টিটু। তিনি বর্তমানে প্রায় চার বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।


হাফিজুর রহমান টিটু জানান, তিনি দেশে অবস্থানকালে আওয়ামী লীগের সমর্থক হিসেবে সক্রিয় ছিলেন এবং সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২২ সাল থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


তার দাবি, তার নামে জালাও-পোড়াও ও ভাঙচুরের ঘটনায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় তাকে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংশ্লিষ্ট দেখানো হলেও বাস্তবে তিনি ওই সময়সহ বিগত চার বছর ধরেই যুক্তরাজ্যে অবস্থান করছেন।

তিনি আরও অভিযোগ করেন, গত বছর বাবার অসুস্থতার কারণে দেশে ফিরলেও সেখানে পরিবারসহ বিএনপির একটি কুচক্রী মহলের হামলার শিকার হয়ে দ্রুত আবার বিদেশে ফিরে যেতে বাধ্য হন। বর্তমানে প্রয়োজনীয় কাজ থাকলেও দেশে ফেরা তার জন্য অনিশ্চিত হয়ে পড়েছে।


হাফিজুর রহমান টিটুর ভাষ্যমতে, দেশে ফিরলে হয় তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হবে, নয়তো গুম কিংবা হত্যার শিকার হতে পারেন—এমন ভয় দেখানো হচ্ছে। এ কারণে চরম নিরাপত্তাহীনতা ও মানসিক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে তিনি জানান ।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ