Type Here to Get Search Results !

সিলেটে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদি

১৫ ডিসেম্বর 

ছবি : সংগৃহীত 

সিলেটে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

পুলিশ জানায়, শনিবার ও রোববার নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ ও মো. ফেরদৌস রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজির আলী, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবিদুর রহমান আবিল, মুমিনুল ইসলাম মুমিন এবং মহানগর যুবলীগের সক্রিয় সদস্য তুহেল আহমদ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন মামলার আসামি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ