Type Here to Get Search Results !

দেশ হারাল এক প্রভাবশালী রাজনৈতিক নেত্রী—ইন্তেকাল বেগম খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদি

৩০ ডিসেম্বর 

ছবি : সংগৃহীত 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ০৬টা ০০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)


বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় ধরে বিএনপির নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন—আমিন।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ