স্টাফ রিপোর্টার সাদি
১৭ জানুয়ারি
![]() |
| মহানগর কমিটির জুবায়ের আহমদ ও কাউছার গাজী। ছবি : সংগৃহীত |
সিলেট: জাতীয় ছাত্রশক্তির সিলেট মহানগর কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে যুবায়েরকে আহ্বায়ক এবং কাউছার গাজীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট মোকাবিলা এবং গণতান্ত্রিক ছাত্রআন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নবনিযুক্ত আহ্বায়ক যুবায়ের বলেন, ছাত্রসমাজের দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখে সংগঠনকে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করা হবে। একই সঙ্গে সিলেট মহানগরের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম বিস্তারের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সদস্য সচিব কাউছার গাজী বলেন, শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপদ শিক্ষাঙ্গন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে জাতীয় ছাত্রশক্তি সক্রিয় থাকবে। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সংগঠিত করে একটি শক্তিশালী ও দায়িত্বশীল ছাত্রআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দায়িত্বশীল ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির সিলেট মহানগর শাখা আগামী দিনে শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

