Type Here to Get Search Results !

সালুটিকরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বিআরটিসি বাস, আহত বহু

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদি

৫ জানুয়ারি 

বিআরটিসি বাস খাদে। ছবি : সংগৃহীত 

সিলেটের কোম্পানিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস আজ সকাল আনুমানিক ১০টার দিকে সালুটিকর এলাকায় পৌঁছালে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। হঠাৎ এ দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক যাত্রী আহত হন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্বাভাবিক গতিতে চলছিল। সালুটিকর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং তাদের নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।


আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ