Type Here to Get Search Results !

এনসিপি থেকে পদত্যাগ করা নেতাদের নিয়ে যা বললেন আখতার

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদি

৪ জানুয়ারি

আখতার হোসেন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’

রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু আমরা তা এখনো অফিসিয়ালি গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।’

জাতীয় নির্বাচনের আসন বিন্যাস নিয়ে তিনি বলেন, ‘আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন, এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা।’

    জাতীয় পার্টির বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে। সেজন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য এজেন্সির খেলা।’



    About Us

    সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ