নিজস্ব প্রতিনিধি: সিলেটে ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাজ জাহাঙ্গীর জয়ের বিয়েতে বিএনপির মহানগর সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত ২৩ মে (শুক্রবার) ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাজ জাহাঙ্গীর জয়ের 'আকদ' অনুষ্ঠানে অংশগ্রহণ করে কয়েস লোদী তার ফেসবুক পেজ "Rezaul Hasan Koyes Ludhi" থেকে ছবি পোস্ট করেন এবং লেখেন, "আকদ সম্পাদন অনুষ্ঠানে। শুভ কামনা রইলো নবযাত্রা'র..
এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। উনার পোস্টে একজন মন্তব্য করেন-
"আপনারা ২ হাজার শহীদ ও ৫০ হাজার আহতদের সাথে গাদ্দারি করছেন। আওয়ামী লীগকে পূর্ণবাসন করছেন।"
অন্য একজন লিখেছেন,
"এই বেঈমানি আল্লাহ সহ্য করবেন না। আমাদের বিএনপিকে আর নষ্ট করিও না।"
উল্লেখ্য, রেজাউল হাসান কয়েস লোদী এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ পেয়েছেন।
ছাত্রলীগের সহ-সভাপতির বিয়েতে বিএনপির মহানগর সভাপতির উপস্থিতি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ঘটনা সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনা বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নেতৃত্বের প্রশ্নে নতুন করে আলোচনার সূত্রপাত ঘটেছে।
তারপর গত কয়েকদিন আগে ''কল কান্ড'' নিয়েও মহানগর বিএনপি সভাপতি কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা যায়, যা নিয়ে নিজ দলের নেতারা বিব্রত।


