Type Here to Get Search Results !

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ইআবির ভিসি

ডেস্ক রিপোর্ট


জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম।

শনিবার (১০ মে) বিকালে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন ও কবরের পাশে দাঁড়িয়ে তিনি বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে ভিসি শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সময় আবু সাঈদের বাবার হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন প্রফেসর ড. মো. শামছুল আলম।


 

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ