Type Here to Get Search Results !

চাঁদা না পেয়ে চায়ের দোকানে জবি ছাত্রদল নেতার তালা

ডেস্ক রিপোর্ট

চায়ের দোকান ও অভিযুক্ত আজিজুল হাকিম আকাশ। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে অবস্থিত কথিত টিএসসি এলাকায় একটি চায়ের দোকানে চাঁদা না পেয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত আজিজুল হাকিম আকাশ ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

চায়ের দোকানটিতে লোহার শিকল দিয়ে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। শনিবার (১১ মে) দৈনিক চাঁদার হিসাব পছন্দ না হওয়ায় আকাশ নিজেই দোকানে তালা লাগিয়ে দেন।

ভুক্তভোগী দোকানদার মো. মিন্টু বলেন, ‘গত ৫ আগস্টের পর দোকান ফাঁকা হলে আকাশ ভাই সেটি দখলে নেন এবং পরে তার এক পরিচিতজনকে বসান। তিন দিন পর সেই ব্যক্তি দোকান ছেড়ে দিলে আমি দোকানটি নেই। আকাশ ভাইকে ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে দোকান মালামালসহ বুঝে নেই।’

তিনি বলেন, ‘ওই সময়ই ধার করে ২৫ হাজার টাকা পরিশোধ করি। দুই মাস পার হতেই তিনি আবার কিছু টাকা নিয়ে নেন এবং মাসিক ২ হাজার টাকা চুক্তি থাকলেও পরে দৈনিক ২০০ টাকা দাবি করেন।’

মিন্টুর অভিযোগ, টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আকাশ দোকানের জায়গা নিজের বলে দাবি করেন এবং মালামালসহ দোকানে তালা ঝুলিয়ে দেন।

তবে অভিযোগ অস্বীকার করে আজিজুল হাকিম আকাশ বলেন, ‘আমি দোকানটি জেলা কল্যাণ থেকে এক ছোট ভাইকে সহায়তার জন্য নেই। দোকানটি ঠিকভাবে পরিচালনা না করায় আমরা অন্য কাউকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চাঁদা চাওয়া বা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘চাঁদা দাবির বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’


 

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ