![]() |
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রাখেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে প্রথম মৌসুমেই বল হাতে নজর কাড়েন তিনি—মাত্র পাঁচ ম্যাচেই শিকার করেন ৯ উইকেট। তবে মাঠের সাফল্যের উল্টোচিত্র ফুটে উঠেছে তার সাম্প্রতিক এক মন্তব্যে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সমালোচনার জন্ম দিয়েছে।
ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় পিএসএল। এরপর দুবাই হয়ে বাংলাদেশে ফেরেন রিশাদ। দুবাইয়ে পৌঁছেই এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। উদাহরণ হিসেবে ড্যারিল মিচেল ও টম কারেনের নাম উল্লেখ করে বলেন, মিচেল নাকি তাকে জানিয়েছিলেন, আর কখনো পাকিস্তানে খেলতে আসবেন না, আর কারেন কান্নায় ভেঙে পড়েছিলেন—যাকে একাধিক সতীর্থ মিলে শান্ত করতে হয়েছিল।
এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, এমন সংবেদনশীল সময়ে সতীর্থদের ব্যক্তিগত প্রতিক্রিয়া এভাবে প্রকাশ করা কতটা যৌক্তিক। ব্যাপক আলোচনার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন রিশাদ হোসেন।
নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে রিশাদ বলেন, ‘আমি জানতে পেরেছি আমার সাম্প্রতিক এক মন্তব্য ভুল ব্যাখ্যার জন্ম দিয়েছে এবং কিছু সংবাদমাধ্যম তা বিকৃতভাবে উপস্থাপন করেছে। দুবাই বিমানবন্দরে হঠাৎ করেই দেওয়া এক সাক্ষাৎকারে আমি আবেগপ্রবণ হয়ে কিছু কথা বলেছিলাম, যেটি পুরো প্রেক্ষাপটে না আসায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।’
সাথেই থাকুন !