![]() |
মন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে এল ক্লাসিকো মানেই নাটক, আর এবার সেই নাটক ছাপিয়ে গেল রোমাঞ্চের সব সীমা! লা লিগায় দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৩ গোলের এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রাফিনিয়ার জোড়া গোল ও লামিন ইয়ামালের ঝলকে এই জয় কাতালানদের এনে দিল লা লিগা শিরোপা ছোঁয়ার এক হাত দূরত্বে।
লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই মানেই উত্তেজনা, কিন্তু এবার যেন সেই উত্তেজনার সীমা ছুঁয়ে গেল আকাশ! রোববার রাতে বার্সেলোনার ঐতিহাসিক মন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে ঘটে গেল এক অবিশ্বাস্য এল ক্লাসিকো, যেখানে দুই গোলে পিছিয়ে পড়েও রাফিনহার জোড়া গোল ও ফেরান তোরেসের দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে লা লিগা শিরোপার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেল বার্সা।
তবে ম্যাচের শুরুটা কিন্তু ছিল রিয়ালের দখলে, মাত্র ১৪ মিনিটের মধ্যেই কিলিয়ান এমবাপ্পে বার্সেলোনার রক্ষণ ভেদ করে জোড়া গোল করে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। প্রথমে পেনাল্টি থেকে এবং পরে ভিনিসিয়ুস জুনিয়রের পাসে গোল করে দর্শকদের মনে সৃষ্টি করেন একরাশ হতাশা। কিন্তু কাতালানরা কি এত সহজে হার মানে?
১৯তম মিনিটে ফেরান তোরেসের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান এরিক গার্সিয়া। এরপর ১৭ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামালের তালা। ৩২ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত কার্লিং শটে ম্যাচে সমতা ফেরান তিনি। ম্যাচ তখন জমে ওঠে, আর তার দুই মিনিট পরেই রাফিনিয়ার গোল—চাপের মুখে ভুল করা লুকাস ভাসকেজের কাছ থেকে বল কাড়িয়ে এগিয়ে দেন বার্সেলোনাকে।
সাথেই থাকুন !