মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সেনাবাহিনীর কর্পোরাল সাজ্জাদ হোসেনের ওপর শ্রমিকদের হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত সেনা সদস্য বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচ শ্রমিক—শিমুল (২৭), আল-আমিন (৩০), আনোয়ার (৬৫), সাহিন ভূঁইয়া (২১) ও ইমন সিকদার (১৭)—কে আটক করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, নড়াইল থেকে পারিবারিক মালামাল নিয়ে ঢাকায় ফেরার পথে টোল আদায় নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্পোরাল সাজ্জাদের কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে মারধরে রূপ নেয়।
আহত সেনা সদস্যের বাবা মনিরুজ্জামান জানান, ঘটনার পরপরই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।