সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


প্রকাশিত:

 

সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ অনুষ্ঠিত হলো গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সহ-সভাপতি শাহাব উদ্দিন শিহাব এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি এম এ বারী সিদ্দিকী।


প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান।


বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ ও গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য ফাহিম আহমেদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার সুমন আহমেদ, সিলেট বিভাগের সমন্বয়ক হাবিবুর রহমান রিজু, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি নুরুল গণি জনি, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক, ছাত্র অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ তারেক।


অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা জানান প্রবাসী অধিকার পরিষদ পর্তুগাল শাখার সাধারণ সম্পাদক রিপন মাহমুদ, সহ-অর্থ সম্পাদক জাকির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক তুহিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ, রাজনৈতিক ও কর্মসূচি বাস্তবায়ন সম্পাদক কবির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক জাকির হোসাইন, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ জেবুল মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আমির উদ্দিন।


এছাড়াও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাদিকুর রহমান সায়মন, যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব জাকির হোসেন খান, জেলা গণনেতা হাবিবুর রহমান, সংগ্রামী গণনেতা তাজুল ইসলাম ও সুজাত মিয়া।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাহের আলী, আছকির আলী, নজরুল, সেবুল, সামসু ও হুসাইন।


অনুষ্ঠানে বক্তারা গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।