নাগরিক ভিউ ডেস্ক: গতকাল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে টিকিটবিহীন কিছু উশৃঙ্খল দর্শক গেট ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। এসময় ভিড়ের মধ্যে পড়ে এক নিরীহ পতাকা বিক্রেতা ভুলবশত লাঠিচার্জের শিকার হন।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নজরে আসার পর আজ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সেই পতাকা বিক্রেতাকে খুঁজে বের করেন। তাঁরা দুঃখপ্রকাশ করেন এবং মানবিক সহায়তা হিসেবে তার ব্যবসার জন্য ১ লাখ টাকার অনুদান প্রদান করেন।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলছেন, এমন সংবেদনশীল মনোভাব সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

